Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ১৫ এপ্রিল ২০২৫

সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা

‘৫ বছর ক্ষমতায় রাখা বিষয়ে জনগণ বলেছে, আমি নই’

‘৫ বছর ক্ষমতায় রাখা বিষয়ে জনগণ বলেছে, আমি নই’
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার বিষয়ে তিনি কিছু বলেননি, এ কথা জনগণের। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, নির্বাচন কবে হবে, তা প্রধান উপদেষ্টা ইতোমধ্যে বলে দিয়েছেন। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। এ ছাড়া চট্টগ্রামের ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠানের আগের দিন হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এটি ঠিক হয়নি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেনো না ঘটে, সে জন্য সরকার ব্যবস্থা নেবে।

এর আগে সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, সাধারণ মানুষের মতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং তারা সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান। এ বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টার এসব মন্তব্য দেশের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/এমকেজে