Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ১৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশের সংস্কার কাজে যুক্তরাষ্ট্রের সমর্থন 

প্রধান উপদেষ্টা জানান, মিয়ানমার সরকার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বাংলাদেশের সংস্কার কাজে যুক্তরাষ্ট্রের সমর্থন 
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক ও অ্যান্ড্রু হেরাপ। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিনিধি দলে ছিলেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট নিকোল এ চুলিক, অ্যান্ড্রু হেরুপ এবং ঢাকায় মার্কিন মিশনের প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন। বাংলাদেশের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

মার্কিন কর্মকর্তারা ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা জানান, মিয়ানমার সরকার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

নিকোল এ চুলিক বলেন, রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করার আপনার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়। মার্কিন প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে প্রধান উপদেষ্টার দূরদর্শিতার প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গাদের জন্য সাহায্য পুনরায় চালু এবং পাল্টা শুল্কে ৯০ দিনের বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা তার বাণিজ্য কর্মসূচিকে সমর্থন করে যাচ্ছি।

এ সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম