Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮, ২০ এপ্রিল ২০২৫

রেগে হেলমেট ছুঁড়ে দিলেন শাজাহান খান

রেগে হেলমেট ছুঁড়ে দিলেন শাজাহান খান
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় মেজাজ হারিয়ে মাথার হেলমেট ফেলে দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। 

রোববার (২০ এপ্রিল) জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে কঠোর নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

হাজির করার সময় শাজাহান খান একপর্যায়ে রেগে গিয়ে মাথার হেলমেট ফেলে দেন। পরে পুলিশ সদস্যরা তাকে আবার হেলমেট পরিয়ে দেন। 

ট্রাইব্যুনালের শুনানি বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে অনুষ্ঠিত হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। 

ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের মধ্যে ছিলেন—শাজাহান খান, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। 

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে এ ১৯ আসামিকে হাজির করার জন্য ২০ এপ্রিল দিন ধার্য করেছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

সবার দেশ/কেএম