Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ২০ এপ্রিল ২০২৫

ইসরায়েলকে ড. ইউনূসের টাকা দেয়ার খবর ভুয়া: প্রেস উইং

ইসরায়েলকে ড. ইউনূসের টাকা দেয়ার খবর ভুয়া: প্রেস উইং
ছবি: সংগৃহীত

‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন’—এমন দাবি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

রোববার (২০ এপ্রিল) চিফ অ্যাডভাইজারস প্রেস উইং ফ্যাক্টস নামের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। 

পোস্টে বলা হয়, এ মিথ্যা প্রচারণা অধ্যাপক ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধ ষড়যন্ত্র ও অপপ্রচারের অংশ। মুফতি আলাউদ্দিন জিহাদি নামের এক বক্তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা জনগণকে বিভ্রান্ত করতে প্রচার করছে। 

প্রেস উইং জানায়, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনে হামলার সময় বাংলা ইনসাইডার নামক একটি অনলাইন পোর্টালে প্রথম এ দাবি প্রকাশিত হয়। পরে বিভিন্ন পোর্টাল ও পত্রিকায় তা ছড়িয়ে পড়ে। বাংলা ইনসাইডারকে আওয়ামী লীগের ‘প্রোপাগান্ডা’ সাইট হিসেবে চিহ্নিত করা হয়। 

প্রতিবেদনে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির কথা উল্লেখ করা হলেও, মন্ত্রণালয়ের কোনও বিবৃতিতে এমন তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সাংবাদিক ও ফ্যাক্টচেকাররা এ সহায়তার বিষয়ে অবগত নন বলে নিশ্চিত করেছেন। ইউনূস সেন্টারও এ দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। 

প্রেস উইং ফ্যাক্টস পেজে দেশের আলেম-ওলামা ও দায়িত্বশীল নাগরিকদের বিভ্রান্ত না হয়ে এ অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। অন্তর্বর্তী সরকার দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। 

এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্যের বিস্তার এবং রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচারের বিষয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সবার দেশ/কেএম