মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আলোচিত মডেল মেঘনা আলমের সকল ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে।
সোমবার (২১ এপ্রিল) দেশের সব ব্যাংকের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, মেঘনা আলমের ব্যক্তিগত তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি (Know Your Customer) এবং লেনদেন বিবরণী চিঠি প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে বিএফআইইউ-তে পাঠাতে হবে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাতে রাজধানীর নিজ বাসা থেকে মেঘনাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাকে হেফাজতে নেয়া হয়। ১৫ এপ্রিল ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মেঘনা, ব্যবসায়ী দেওয়ান সমির এবং অজ্ঞাত দুই-তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিএফআইইউ’র এই পদক্ষেপ মেঘনার বিরুদ্ধে অর্থ পাচার বা অন্যান্য আর্থিক অপরাধের অভিযোগ তদন্তের অংশ হিসেবে গণ্য করা হচ্ছে।
সবার দেশ/কেএম