সম্মানীর টাকা ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নার্সিং পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত না হয়েও ১ লাখ ২০ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন। তবে তিনি এ অর্থ গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
নূরজাহান বেগম বলেন, নিয়মানুযায়ী নার্সদের পরীক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত, যারা খাতা দেখেন, তারা সম্মানী পান। কিন্তু আমার কাছে নার্সিংয়ের ভাগ হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা এসে পড়ে। আমি এ টাকা ফেরত দিয়েছি। আমি তো পরীক্ষার সঙ্গে জড়িত না, এটা কেনো হবে?
এর আগে, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান অফিস সময়ে সভায় যোগদানের জন্য সম্মানী না নেয়ার নির্দেশনা জারি করেছেন। এ বিষয়ে তিনি বলেন, কোনও জিনিস চাপিয়ে দিলে হয় না। আমি করেছি, নূরজাহান আপা যদি মনে করেন, তিনি করবেন।
স্বাস্থ্য উপদেষ্টা জানান, বেসরকারি ক্ষেত্রে বোর্ড সভায় সর্বোচ্চ ৫ হাজার টাকা সম্মানী দেয়া হয়। তিনি বলেন, বাইরে থেকে যারা আসেন, তারা সম্মানী পান। অন্য ক্ষেত্রে দুপুরে সভা হলে খাবার দেয়া হয়, কিন্তু সম্মানী দেয়া হয় না।
নূরজাহান বেগম আরও জানান, বিভিন্ন সভার জন্য নির্দিষ্ট টাকা বরাদ্দ থাকে এবং উপদেষ্টা পরিষদে এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে সম্মানী গ্রহণের বিষয়ে কাউকে জোর করার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এ ঘটনা সরকারি কর্মকর্তাদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টার এ পদক্ষেপ সরকারি ব্যয়ের সঠিক ব্যবহার এবং নৈতিকতার প্রতি তার অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সবার দেশ/কেএম