আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন
কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। সোমবার (২১ এপ্রিল) কাতারের স্থানীয় সময় রাত ৯:৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ যোগ দিতে এ সফরে গেছেন। সম্মেলনটি ২২ ও ২৩ এপ্রিল দোহায় অনুষ্ঠিত হবে, যার প্রতিপাদ্য ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’।
কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নের জন্য ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পরিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূস এ সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা দেবেন।
সফরের সময় ড. ইউনূস কাতারের আমিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এ বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি (বিশেষত এলএনজি রফতানি), বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা উন্মুক্তকরণ, জনশক্তি রফতানি বৃদ্ধি এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। এছাড়া, গত বছর কাতারের আমিরের ঢাকা সফরে নেয়া সিদ্ধান্তগুলো পর্যালোচনা করা হবে।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
এছাড়া, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চার জাতীয় নারী ক্রীড়াবিদ—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা—এ সফরে সঙ্গী হয়েছেন। এই ক্রীড়াবিদরা কাতারে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতিনিধিত্ব করবেন এবং ক্রিকেটের প্রতি স্থানীয়দের আগ্রহ তৈরির জন্য প্রেজেন্টেশন উপস্থাপন করবেন।
সফরের দ্বিতীয় দিনে ড. ইউনূস সম্মেলনে বক্তব্য দেবেন এবং কাতার চ্যারিটির আন্তর্জাতিক অপারেশনের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা নাওয়াফ আবদুল্লা আল হামোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন মোজা বিনতে নাসেরের সঙ্গেও বৈঠক করবেন এবং ফাউন্ডেশনটি পরিদর্শন করবেন।
এ সফর বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে জ্বালানি, ব্যবসা, এবং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে।
সবার দেশ/কেএম