Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ৩০ ডিসেম্বর ২০২৪

সালমান-আনিসুলকে বাঁচানোর চেষ্টা

পুলিশ কর্মকর্তা সানজিদা বরখাস্ত

পুলিশ কর্মকর্তা সানজিদা বরখাস্ত
ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সানজিদা আফরিনকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৯ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। 

বর্তমানে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত। বরখাস্ত করার সময় তাকে বরিশাল রেঞ্জে সংযুক্ত রাখা হয়েছে এবং সরকারি বিধি অনুযায়ী তাকে খোরপোষ ভাতা প্রদান করা হবে।

এ বরখাস্তের ঘটনা ঘটেছে একটি বিতর্কিত মামলার সূত্রে, যেখানে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, এবং মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছিল। গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক জাহাঙ্গীর আরিফের দাবি, তিনি সানজিদা আফরিনের নির্দেশে ওই প্রতিবেদনের কাজটি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর আরিফকেও চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনা আরও চাঞ্চল্যকর হয়ে ওঠে যখন, সানজিদা আফরিন সংবাদমাধ্যমে দাবি করেন যে, তিনি এ সিদ্ধান্ত দেননি এবং এমন আলোচিত মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়ার সিদ্ধান্ত তার এখতিয়ার ছিল না।

এডিসি সানজিদা আফরিন ২০২৩ সালের সেপ্টেম্বরে বারডেম হাসপাতালে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে তুলে নিয়ে শাহবাগ থানায় মারধরের ঘটনায়ও আলোচনায় আসেন।

সবার দেশ/এ্রওয়াই

সম্পর্কিত বিষয়: