Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৪, ২৪ এপ্রিল ২০২৫

কাশ্মীর ইস্যুতে উত্তেজনা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
ছবি: সংগৃহীত

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তার আসন্ন ঢাকা সফর স্থগিত করেছেন। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সফরের নতুন সময়সূচি পরবর্তীতে দুই দেশের আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

ইসাক দারের ২৭-২৮ এপ্রিল দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসার কথা ছিলো। গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়। 

বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছিলো, সফরকালে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, জনগণের মধ্যে যোগাযোগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা ছিল।

এ সফরটি বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছিলো, কারণ এটি ২০১২ সালের পর প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর হতো। তবে, জম্মু-কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে, যার প্রেক্ষিতে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধপূর্ণ অঞ্চল, এবং এর চূড়ান্ত সমাধান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হওয়া উচিত। এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন গত ১৭ এপ্রিলের বৈঠকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নৃশংসতার জন্য আনুষ্ঠানিক ক্ষমা এবং ৪.৩২ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক দাবি তুলেছিলেন।

ইসাক দারের সফর স্থগিত হওয়ায় বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারের প্রচেষ্টায় সাময়িক ধাক্কা লেগেছে। ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান সম্ভবত এ মুহূর্তে কূটনৈতিক অগ্রাধিকার পুনর্মূল্যায়ন করছে। তবে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাম্প্রতিক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি প্রকাশ করা হয়েছিলো।

সূত্র: বিবিসি, বাসস

সবার দেশ/কেএম