Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৫, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: ০১:২৬, ২৬ এপ্রিল ২০২৫

আসিফ মাহমুদ নর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিলেন

আসিফ মাহমুদ নর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিলেন
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (ইএমপিজি) প্রোগ্রামের সামার সেশন-২০২৫ এর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। 

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের আয়োজনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বিষয়টি সন্ধ্যায় কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ফয়জুল্লাহ ওয়াসিফ। 

ইএমপিজি প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম জানান, আসিফ মাহমুদ নামে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরে জানতে পারি, তিনি মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি আরও বলেন, এক থেকে দুই দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে, এবং উত্তীর্ণরা ভর্তির সুযোগ পাবেন।

দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় আসিফ মাহমুদের পরীক্ষায় অংশ নেয়ার ছবি ছড়িয়ে পড়ে, যা নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়। 

ইএমপিজি প্রোগ্রাম কী?

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত ইএমপিজি একটি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম। এটি নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য ডিজাইন করা। প্রোগ্রামটি পাবলিক পলিসি, শাসন ব্যবস্থা, নেতৃত্ব, অর্থনীতি, গবেষণা পদ্ধতি, জনপ্রশাসন ব্যবস্থাপনা ও কৌশলগত ব্যবস্থাপনার মতো বিষয়ে সমন্বিত জ্ঞান প্রদান করে। 

আসিফ মাহমুদের এ উদ্যোগ শিক্ষার প্রতি তার প্রতিশ্রুতি এবং নীতিনির্ধারণে দক্ষতা অর্জনের আগ্রহের প্রতিফলন বলে মনে করছেন অনেকে। 

সবার দেশ/কেএম