Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৬, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৫৮, ২৭ এপ্রিল ২০২৫

দুটি পিএসসি গঠনের সিদ্ধান্ত সরকারের: আসিফ মাহমুদ

দুটি পিএসসি গঠনের সিদ্ধান্ত সরকারের: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও অনিয়ম বন্ধে সরকার দুটি পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) গঠনের সিদ্ধান্ত নিয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার (২৭ এপ্রিল, ২০২৫) বিকেলে তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, উপদেষ্টা পরিষদের সর্বশেষ সভায় পিএসসি নিয়ে বিস্তারিত আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

আসিফ মাহমুদ জানান, ছাত্রদের দাবি আন্দোলন শুরুর পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে। গত সোমবার আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে ছাত্রদের দাবি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, পিএসসি সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠান, এবং তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার না থাকলেও সম্ভাব্য সব চেষ্টা করে যাচ্ছেন।

তিনি আরও জানান, বেকারত্ব নিরসনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পুলিশের পর সর্বোচ্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং আগামী কয়েক মাসে আরও অন্তত ১০ হাজার নিয়োগ হবে। এছাড়া, কুয়েটের আন্দোলনকারীদের দাবি শিক্ষা উপদেষ্টার কাছে পৌঁছে দেয়া হয়েছে, এবং দাবি মেনে নেয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা চলছে।

আসিফ মাহমুদ আরও বলেন, টিএসসিতে আন্দোলনরত অনেকের সঙ্গে তার পরিচয় রয়েছে, তবে রাতে সেখানে যাওয়া সঙ্গত মনে করেননি। তিনি শহীদ জসিমের মেয়ের আত্মহত্যার ঘটনায় সোহরাওয়ার্দী মেডিক্যালে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু কাউকে না পেয়ে ফিরে আসেন। তিনি স্পষ্ট করেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের জামিনের খবর সঠিক নয়; তাদের সিআইডির হেফাজতে রাখা হয়েছে, এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে আইন মন্ত্রণালয় কাজ করছে।

উপদেষ্টা জানান, অফিস শেষে তিনি রাজুতে অনশনরত ছাত্রদের সঙ্গে দেখা করতে যাবেন এবং ছাত্রদের দাবি পুনরায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

সবার দেশ/কেএম