Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ২৮ এপ্রিল ২০২৫

আলজাজিরাকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না মোদি

শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না মোদি
ফাইল ছবি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনাকে 'চুপ' রাখতে পারবেন না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  

রোববার (২৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রচারিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। 

নিয়েভ বার্কার পরিচালিত ওই সাক্ষাৎকারে ড. ইউনূস আরও জানান, বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকেই বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।  

ড. ইউনূস বলেন, সম্প্রতি ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে তার সঙ্গে মোদির বৈঠক হয়। সেখানে তিনি শেখ হাসিনাকে কথা বলা থেকে বিরত রাখার অনুরোধ জানান। তবে মোদি স্পষ্ট করে বলেন, ভারত একটি মুক্ত সোশ্যাল মিডিয়ায়র দেশ। এখানে কেউ কী বলবে তা আমি নিয়ন্ত্রণ করতে পারি না।  

আল জাজিরার সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা তো এখনও নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন এবং ভারতে বসে বিভিন্ন বিবৃতি দিচ্ছেন—এমন অবস্থায় অন্তর্বর্তী সরকার বিষয়টিকে কীভাবে দেখছে?  

উত্তরে ড. ইউনূস বলেন, আমরা স্পষ্ট করে দিয়েছি—যদি ভারত সরকার চান, তাহলে তিনি সেখানে থাকতে পারেন। তবে সেখানে থেকেও তিনি যেন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি না করেন, সে প্রত্যাশা করি। তার প্রতিটি বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে, যা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলে শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তবে শেখ হাসিনা এখনও বিদেশ থেকে সক্রিয় রয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে।  

সূত্র: আল জাজিরা  

সবার দেশ/কেএম