আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনার বিচার মে মাসেই শুরু

জুলাই-আগস্ট গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক শেখ হাসিনার বিচার এ মাসের শেষ বা আগামী মাসের শুরুতেই শুরু হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রোববার (২৭ এপ্রিল ২০২৫) আল জাজিরার ‘টক টু আল-জাজিরা’ অনুষ্ঠানে ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে এ সাক্ষাৎকার প্রচারিত হয়।
সাক্ষাৎকারে ড. ইউনূস জুলাই বিপ্লব, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, সাবেক সরকারের দুর্নীতি, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
সাক্ষাৎকারে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, শেখ হাসিনার শাসনামলে নিহত ও গুম হওয়া ব্যক্তিদের জন্য বিচার নিশ্চিত করা হবে। তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ইতোমধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছেন, যাতে সব তথ্য-প্রমাণ রয়েছে। এছাড়া, বাংলাদেশের নিজস্ব গবেষণা ও প্রতিবেদনও রয়েছে, যা সাবেক সরকারের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ সংরক্ষণ করেছে।
আমাদের আইনি ব্যবস্থা এখন কার্যকর হয়েছে। সম্ভবত এ মাসের শেষ বা আগামী মাসের শুরুতে বিচার শুরু হবে। যারা অপরাধ করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত, তাদের কেউ রেহাই পাবে না, বলেন তিনি।
এছাড়া, আগামী ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন ড. ইউনূস। তিনি বলেন, সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরে, আর বড় হলে জুনের মধ্যে নির্বাচন সম্ভব হবে।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে দলটিকে নিজেদের সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া, নির্বাচন কমিশন ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়াও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।
সূত্র: আল জাজিরা
সবার দেশ/কেএম