Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ৩০ ডিসেম্বর ২০২৪

সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা

যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত

যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত
ছবি: সবার দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত। তিনি ৩০ ডিসেম্বর কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে এসব কথা বলেন। উপদেষ্টা জানান, মিয়ানমারের সাথে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিওপি (বর্ডার আউটপোস্ট)-গুলোতে জনবল বৃদ্ধি এবং নাফ নদীতে টহল তৎপরতা বাড়ানো হয়েছে। বিজিবি, কোস্টগার্ড, আনসার ও পুলিশ ২৪ ঘণ্টা সার্বক্ষণিক টহল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করছে।

তিনি আরও বলেন, মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে বাংলাদেশের সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যায় এবং যুদ্ধাহত মিয়ানমার নাগরিকরা মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন যে, অবৈধভাবে কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। সীমান্তে উদ্ভব যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি রয়েছে।

উপদেষ্টা উল্লেখ করেন, ২০১৭ সালে ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পর, ২০২৪ সাল পর্যন্ত আরও ৫০-৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এসব অনুপ্রবেশ প্রতিহত করতে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। তিনি স্থানীয় জনগণের সহায়তা কামনা করেছেন। কারণ, তারা ভালোভাবে জানেন কোন দালাল কোন পথে কাজ করছে।

পরিদর্শনের সময়, উপদেষ্টা বিজিবি, কোস্টগার্ড, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছিলেন।

সবার দেশ/এওয়াই