Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ৩১ ডিসেম্বর ২০২৪

সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেয়া হবে

সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেয়া হবে
ছবি: সবার দেশ

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়া হয়েছে, যার লক্ষ্য হলো জুলাই মাসে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করা। প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানান, এ ঘোষণাপত্রটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে তৈরি হবে এবং এর মাধ্যমে জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখা হবে।

এ ঘোষণাপত্রটি তৈরি হবে বিভিন্ন শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে, যারা জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। 

শফিকুল আলম আরও বলেন, এর মধ্যে গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি এবং জনগণের অভিপ্রায় তুলে ধরা হবে। তিনি আশা প্রকাশ করেছেন যে, সবার অংশগ্রহণে এ ঘোষণাপত্রটি দ্রুত প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে।

সবার দেশ/এওয়াই