পিলখানা হত্যাকাণ্ডের সব তথ্য প্রকাশের আশ্বাস প্রধান উপদেষ্টার
দেশের মানুষ পিলখানা হত্যাকাণ্ডের সাক্ষী
শহীদ পরিবারের সদস্যরা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার মিথ্যা প্রচারণা চালিয়েছে। শহীদ পরিবারগুলোকে সেখানে কোনো বাসা বরাদ্দ দেয়া হয়নি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের প্রয়োজনীয়তার কথা পুনরায় উত্থাপন করেছেন। তিনি বলেছেন, যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে পিলখানা হত্যাকাণ্ড সংক্রান্ত সব তথ্য প্রকাশ করা হবে। দেশের মানুষ এ হত্যাকাণ্ডের সাক্ষী এবং জাতির পক্ষ থেকে এই ঘটনার বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে।
তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে, এত বছর পরেও পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত হয়নি এবং এ হত্যাকাণ্ডের তথ্য গোপন রাখা একটি অবিশ্বাস্য বিষয়। ড. ইউনূস শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন।
শহীদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ-দুর্দশা ও শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে তাদের ওপর মানসিক নিপীড়ন ও হয়রানির বর্ণনা দেন। তারা ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানান। তারা জানান, বিচারের দাবি জানাতে গিয়ে তাদের ওপর অমানুষিক অত্যাচার করা হয়েছে।
এ সময় তারা ঢাকা সেনানিবাসের মইনুল রোডে শহীদ সেনা পরিবারকে পুনর্বাসনের প্রচারণা সম্পর্কে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার মিথ্যা প্রচারণা চালিয়েছে। তারা বলেন, শহীদ পরিবারগুলোকে সেখানে কোনো বাসা বরাদ্দ দেয়া হয়নি। তারা আরও জানান, শহীদ পরিবারের সন্তানদের বিনা বেতনে লেখাপড়ার প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।
এ সময় অন্যান্য উপদেষ্টাদের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।
সবার দেশ/এওয়াই