Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৯, ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৩০, ৩১ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা

হাসিনার বিচারের আগে নির্বাচন নয়

হাসিনার বিচারের আগে নির্বাচন নয়
ছবি: সবার দেশ

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ৩১ ডিসেম্বর শহীদ মিনারে আয়োজিত 'মার্চ ফর ইউনিটি' সমাবেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। এর পাশাপাশি, তিনি জানান যে, ২০২৩ সালের জুলাই মাসে আন্দোলনে নিহত ও আহতদের জন্য এখনো ন্যায়বিচার হয়নি এবং তারা সে ব্যাপারে সময়ক্ষেপণ করতে চায় না।

উমামা ফাতেমা আরো বলেন, আমরা জুলাইয়ের স্পিরিট এখনও ধারণ করছি। তিনি দাবি করেন যে, ১৯৭১ এবং ১৯৯০ সালের মতো, ২০২৪ সালের নির্বাচনেও কোনো অযাচিত দুর্ভাগ্য ঘটতে দেবে না।

সমাবেশে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিহত শাহরিয়ার হাসান আলভীর পিতা মো. আবুল হাসান তার ছেলের স্মৃতিচারণ করেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সবার দেশ/এওয়াই