Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৮, ১ জানুয়ারি ২০২৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা 

হাসিনাকে ফেরত আনা ও স্বার্থ হাসিল পাশাপাশি চলবে

হাসিনাকে ফেরত আনা ও স্বার্থ হাসিল পাশাপাশি চলবে
ছবি: সবার দেশ

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা এবং দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো পাশাপাশি চলবে। এমন কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত আনতে না পারলে ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক থাকবে কিনা—এমন প্রশ্নে তিনি মন্তব্য করেন যে, এটি একটি ইস্যু হলেও বাংলাদেশের আরও অনেক গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে, যা চলমান থাকবে।

এম তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশ ভারতের পাশাপাশি চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রেখে চলবে, এবং এ তিন দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ রয়েছে। নতুন বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রধানত রোহিঙ্গা সংকটের সমাধান, অর্থনৈতিক ও কূটনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং এ তিন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর মনোযোগ দেবে।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, রাখাইনের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং সেখানে গ্রাউন্ড রিয়েলিটি অনেক বদলে গেছে। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের ফেরত পাঠানো অত্যন্ত জরুরি, কারণ তারা নিরাপত্তাহীনতায় ফিরতে রাজি হবে না, যদি না তাদের অবস্থান ও অধিকার নিশ্চিত করা হয়।

সবার দেশ/এ্রওয়াই