Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭, ১ জানুয়ারি ২০২৫

উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জুলাই বিপ্লবে আহতদের হেলথকার্ড বিতরণ শুরু

জুলাই বিপ্লবে আহতদের হেলথকার্ড বিতরণ শুরু
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ১ জানুয়ারি বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কার্ডের মাধ্যমে আহত যোদ্ধারা দেশের যেকোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। 

এ সময়, দুই আহত যোদ্ধা—নরসিংদী ইউনাইটেড কলেজের শিক্ষার্থী ইফাত হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসরাত জাহান ইমু—প্রধান উপদেষ্টার কাছ থেকে হেলথ কার্ড গ্রহণ করেন। ইফাত পুলিশ গুলিতে তার দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন, এবং ইসরাত নারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রতিটি জেলায় প্রতি সপ্তাহে হেলথ কার্ড বিতরণ কার্যক্রম চালানো হবে। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর খায়ের আহমেদ চৌধুরী জানান, ইনস্টিটিউটে ১০৭৪ জন চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্যে ৩৯ জনের চোখ চিরতরে নষ্ট হয়েছে। চোখের চিকিৎসার জন্য প্রায় ৬৫০টি অপারেশন করা হয়েছে। 

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক ড. মুহাম্মদ আবুল কেনান জানান, ২১ জন রোগীর হাত বা পা কেটে ফেলতে হয়েছে এবং বেশ কিছু রোগীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, এ হেলথ কার্ড সবসময় থাকবে, এবং যে কোনো সময়, এক বা দু’বছর পরেও কার্ডধারীরা দেশের যেকোনো সরকারি হাসপাতালে চিকিৎসা পাবেন। তিনি আরও উল্লেখ করেন, সরকার এ যোদ্ধাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের জন্যও উদ্যোগ নেবে, যাতে তারা সমাজে প্রতিষ্ঠিত হয়ে জীবন উপভোগ করতে পারে।

সবার দেশ/এ্রওয়াই

সম্পর্কিত বিষয়: