সরকারি দফতরে তদবির বন্ধে তথ্য উপদেষ্টার চিঠি
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সম্প্রতি সরকারি দপ্তরে তদবির বন্ধ করার জন্য একটি আধা-সরকারি পত্র দিয়েছেন সচিবদের কাছে। পত্রে তিনি উল্লেখ করেছেন যে, কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী তার নাম বা আত্মীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক এবং এর ফলে তার সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পত্রে আরও বলা হয়েছে যে, তার স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশ সংবলিত আবেদন দাখিল করা হচ্ছে, যা তার নজরে এসেছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
উপদেষ্টা নাহিদ ইসলাম পত্রে জানিয়ে দিয়েছেন, যদি কোনো প্রতিষ্ঠানে এ ধরনের তদবির বা তার নাম ব্যবহার করে আবেদন দাখিল করা হয়, তবে তাৎক্ষণিকভাবে তার একান্ত সচিব (উপসচিব) র হ ম আলাওল কবিরকে অবহিত করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশের উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারের সুবিশাল কার্যক্রম বাস্তবায়ন করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং সরকারি কর্মকর্তাদের সহযোগিতা প্রত্যাশা করেন।
সবার দেশ/এওয়াই