Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭, ৪ জানুয়ারি ২০২৫

খালেদা-সেনাপ্রধান বৈঠক নিয়ে কৌতূহল

খালেদা-সেনাপ্রধান বৈঠক নিয়ে কৌতূহল
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনীতিক ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা চলছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে সেনাপ্রধান সস্ত্রীক গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে ৪০ মিনিটের মতো অবস্থান করেন। 

এ সাক্ষাৎকে সাধারণত সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখলেও অনেক বিশ্লেষক মনে করছেন যে, এর পেছনে কিছু তাৎপর্য থাকতে পারে, বিশেষত খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার প্রস্তুতির প্রেক্ষিতে।

এ বিষয়ে আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) জানিয়েছে যে, এটি একান্তই সৌজন্য সাক্ষাৎ ছিল। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে সেনাপ্রধান গিয়েছিলেন। 

বিএনপি নেতারা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। তারা জানাচ্ছেন, এটি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা ছিল। কোনো রাজনৈতিক বিষয় আলোচনা হয়নি। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন, খালেদা জিয়া বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সে কারণে সেনাপ্রধান তার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলেন।

গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ হতে পারে, তবে এর পেছনে রাজনৈতিক পরিস্থিতি বা দেশের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে কোনো অল্প মন্তব্য থাকতে পারে। 

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে কিছু সময় ধরে আলোচনা চলছিল এবং শিগগিরই তিনি যুক্তরাজ্যে যেতে পারেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন।

এ পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, এ সাক্ষাতের মাধ্যমে সেনাপ্রধান হয়তো কোনো রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন, বিশেষ করে নির্বাচনী পরিস্থিতি ও দেশের সামগ্রিক পরিস্থিতির আলোকে।

সবার দেশ/এওয়াই