Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫২, ৫ জানুয়ারি ২০২৫

স্বাভাবিক কাজে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা

সচিবালয়ের ৭ নম্বর ভবন খুলেছে

সচিবালয়ের ৭ নম্বর ভবন খুলেছে
ফাইল ছবি

গত ২৫ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর, ১১ দিন পর  রোববার (৫ জানুয়ারি) থেকে বাকি পাঁচটি ফ্লোর দিয়ে কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত চারটি ফ্লোর বাদে, কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে কাজে যোগদান করেছেন। 

আগুনের পর থেকে সচিবালয়ে প্রবেশে কঠোর বিধিনিষেধ ছিল। তবে এখন অন্য কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। এর ফলে সচিবালয়ে কার্যক্রম অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। যদিও, ফ্লোরগুলোর বেশ কিছু অংশে অগ্নিকাণ্ডের চিহ্ন এখনও রয়ে গেছে, যেমন দ্বিতীয় তলার মেঝেতে কালো ছাইয়ের দাগ। 

বিন্যাস ও মেরামত কাজ চলছে, তবে লিফট এখনও চালু হয়নি এবং পানি সরবরাহ বন্ধ থাকার কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে। এর পাশাপাশি, ভবনের পঞ্চম তলার ওপরে যা এখন গণপূর্ত বিভাগের কাজে ব্যবহৃত হচ্ছে, সেখানে শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।

এই অগ্নিকাণ্ডটি সচিবালয়ের ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস সম্পূর্ণ পুড়ে যায়।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়: