Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ৬ জানুয়ারি ২০২৫

জুলাই হত্যাকাণ্ড

বিএসএমএমইউর চিকিৎসকসহ ১৫ জন বরখাস্ত

বিএসএমএমইউর চিকিৎসকসহ ১৫ জন বরখাস্ত
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৫ কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

রবিবার (৫ জানুয়ারি) রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বরখাস্তকৃতদের মধ্যে রয়েছেন মেডিক্যাল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, অফিস সহকারী, ড্রাইভার, সহকারী ড্রেসার, সুইপারসহ বিভিন্ন বিভাগ ও পদমর্যাদার কর্মচারীরা।

অফিস আদেশে বলা হয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে কেবিন ব্লকের সামনে হত্যার ঘটনায় জড়িত ছিলেন। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। 

বরখাস্তকালীন সময়ে, তাদের বেতন ও ভাতাদি প্রাপ্য হবে তবে চাকরি নিয়ন্ত্রণ বিধি অনুযায়ী তারা নিয়ন্ত্রিত থাকবেন।

সবার দেশ/এওয়াই