Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭, ৬ জানুয়ারি ২০২৫

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে

মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে রওনা হচ্ছেন। তার শারীরিক অবস্থার অবনতির কারণে কাতারের আমির এ বিশেষ বিমানে উন্নত চিকিৎসা সুবিধা সহ খালেদা জিয়াকে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করেছেন। 

খালেদা জিয়ার স্বাস্থ্য সমস্যা অনেকদিন ধরেই চলছিল, যার মধ্যে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা এবং অন্যান্য জটিলতা রয়েছে। 

তিনি লন্ডনে তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কয়েকদিন থাকার পর উন্নত লিভার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে তার লিভার ট্রান্সপ্লান্ট চিকিৎসা হবে। সেখানে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক তার চিকিৎসার দায়িত্বে আছেন। 

খালেদা জিয়া লন্ডনে যাওয়ার আগে গুলশানের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল, সেনাপ্রধান এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

সবার দেশ/এওয়াই