Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ৬ জানুয়ারি ২০২৫

মতবিনিময় সভায় মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান

পিলখানা হত্যাকান্ড ছিল দেশকে দুর্বল করার ষড়যন্ত্র

ভারতে পলাতক শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে হয় শেখ হাসিনা এসে কথা বলবেন, নয়তো তদন্ত টিম সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে।

পিলখানা হত্যাকান্ড ছিল দেশকে দুর্বল করার ষড়যন্ত্র
ছবি: সংগৃহীত

বিডিআর বিদ্রোহের ১৫ বছর পূর্তিতে তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান মন্তব্য করেছেন যে, বিডিআর বিদ্রোহ কোনো দাবি আদায়ের জন্য নয়, বরং এটি ছিল একটি ষড়যন্ত্র। যার উদ্দেশ্য ছিল দেশকে দুর্বল করা। তিনি সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় এ কথা বলেন।

১৫ বছর আগে পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফিরে আসা ৫৫ জন এখনো সে ভয়ের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। শহীদ পরিবারের সদস্যরা জানান, অনেককে চরম নির্যাতনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছিল, এবং তারা এখনও সে দুঃসহ অভিজ্ঞতা ভুলতে পারেননি।

ডিসেম্বরে গঠিত স্বাধীন তদন্ত কমিশনটি পিলখানা হত্যাযজ্ঞের সঠিক তদন্ত করার লক্ষ্যে কাজ শুরু করেছে। কমিশন জানায়, তদন্তের প্রতিবেদন তিন মাসের মধ্যে প্রকাশ করা হবে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। মেজর জেনারেল (অব.) ফজলুর রহমান বলেন, আমরা নিরপেক্ষভাবে কাজ করছি এবং এ ব্যাপারে আমাদের উপর আস্থা রাখুন।

তিনি আরও জানান, ভারতের সঙ্গে যোগাযোগ করে শিগগিরই শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে, যদি তিনি সাক্ষাৎ দিতে না চান, তবে কমিশনের টিম ভারতে গিয়ে তার সাক্ষাৎ নেবে। এছাড়া, পিলখানা হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগের প্রমাণও খুঁজে বের করার আহ্বান জানানো হয়েছে।

সবার দেশ/এওয়াই