Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৩, ৮ জানুয়ারি ২০২৫

লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮ জানুয়ারি ২০২৫, বুধবার লন্ডন পৌঁছেছেন। বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও উপস্থিত ছিলেন, যিনি তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হতে পারে। এজন্য প্রস্তুত রাখা হয়েছে একটি অ্যাম্বুলেন্স।

খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ৭ জানুয়ারি রাত ১১:৪৫ মিনিটে ঢাকা ছাড়ে। এর আগে, যাত্রার পথে দোহায় একবার যাত্রাবিরতি করা হয়। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। 

এয়ার অ্যাম্বুলেন্সে আইসিইউ সুবিধাসহ সব ধরনের জীবন রক্ষাকারী সুবিধা ছিল, যা খালেদা জিয়ার নিরাপদ যাত্রা নিশ্চিত করেছে। ২০১৭ সালের ১৬ জুলাই খালেদা জিয়া চিকিৎসার জন্য শেষবার লন্ডন গিয়েছিলেন। 

২০১৮ সালে মিথ্যা দুর্নীতির মামলায় কারাবন্দি হওয়ার পর দীর্ঘ সময় কারাগারে থাকাকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে চিকিৎসার জন্য তিনি বিদেশে যাওয়ার আবেদন করেছিলেন। তার মুক্তির জন্য সরকারের সঙ্গে অনেক লড়াই ছিল। অবশেষে ২০২১ সালে তার শর্তসাপেক্ষে মুক্তির অনুমতি দেয়া হয়। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা তাকে চিকিৎসার জন্য দেশের বাহিরে যাওয়ার অনুমতি দেননি।

লন্ডন যাওয়ার আগে খালেদা জিয়া দেশবাসীর নিকট তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

সবার দেশ/কেএম