নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত বছরের ৭ জানুয়ারি আওয়ামী লীগের শাসনামলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের তোপের মুখে পড়ে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে আলোচনার সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যাতে স্থানীয় সরকার "সত্যিই স্থানিক এবং একটি সরকার" হিসেবে কার্যকরী হতে পারে।
নিকোলা বিয়ার বাংলাদেশ সরকারের গৃহীত সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইইউ) বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে দুর্নীতি মোকাবিলা, জ্বালানি রূপান্তর, সুন্দরবন ও ম্যানগ্রোভ বন সংরক্ষণ, নদী ব্যবস্থাপনা এবং চট্টগ্রাম বন্দরের সুযোগ-সুবিধা নির্মাণের জন্য সহায়তা চাওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা ইউনূস আরো বলেন, পূর্বাঞ্চলের উন্নয়ন বাংলাদেশের পাশাপাশি পূর্ব ভারত ও মিয়ানমারকেও উপকৃত করবে। নিকোলা বিয়ার এই প্রকল্পগুলোর জন্য ইইউ-এর প্রযুক্তিগত দক্ষতার সমর্থন প্রদান করবে বলে জানান।
উল্লেখ্য, ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের আধিপত্যের পতন ঘটে। তারপর নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছে।
বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম