শীর্ষে সিঙ্গাপুর, দ্বিতীয় অবস্থানে জাপান
পাসপোর্ট সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ
বাংলাদেশের পাসপোর্টের ক্ষেত্রে বর্তমানে ৪০টি গন্তব্যে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা সম্ভব। তবে ইউরোপের কোনো দেশেই বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন না।
২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়ে ১০০তম অবস্থানে অবস্থান করছে বাংলাদেশ। গত বছর (২০২৪) বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। এবার বাংলাদেশকে একই অবস্থানে পায় লিবিয়া ও ফিলিস্তিন। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বুধবার (৮ জানুয়ারি) এ সূচক প্রকাশ করেছে।
এ সূচক প্রকাশে বিশ্বের বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেয়া হয়েছে।
বাংলাদেশের পাসপোর্টের ক্ষেত্রে বর্তমানে ৪০টি গন্তব্যে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা সম্ভব। তবে ইউরোপের কোনো দেশেই বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন না।
এ সূচকের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যেখানে নাগরিকরা ১৯৫টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান (১৯৩টি দেশ), এবং তৃতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া, এবং স্পেন (১৯২টি দেশ)।
এদিকে, তালিকার সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের, যেখানে নাগরিকরা মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের ১০ দেশ
১. সিঙ্গাপুর
২. জাপান
৩. ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেন
৪. অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেন
৫. বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য
৬. অস্ট্রেলিয়া, গ্রিস
৭. কানাডা, মাল্টা, পোল্যান্ড
৮. চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরি
৯. যুক্তরাষ্ট্র, এস্তোনিয়া
১০. লাটভিয়া, লিথুনিয়া, সংযুক্ত আরব আমিরাত, স্লোভেনিয়া
বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের ১০ দেশ
১. আফগানিস্তান
২. সিরিয়া
৩. ইরাক
৪. ইয়েমেন
৫. পাকিস্তান
৬. সোমালিয়া
৭. নেপাল
৮. ফিলিস্তিন, লিবিয়া, বাংলাদেশ
৯. উত্তর কোরিয়া
১০. ইরিত্রিয়া
সূত্র: হ্যানলি গ্লোবাল
সবার দেশ/কেএম