Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৯, ৯ জানুয়ারি ২০২৫

জনপ্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের 

নিয়োগ-বদলির জন্য উচ্চ পর্যায়ের কমিটি

নিয়োগ-বদলির জন্য উচ্চ পর্যায়ের কমিটি
ফাইল ছবি

সরকার তিনটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে যা জনপ্রশাসন, পুলিশ এবং পররাষ্ট্র ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে। এ কমিটিগুলোর উদ্দেশ্য হল, আগে যে মন্ত্রণালয়গুলো নিজ নিজ কর্মকর্তাদের বদলি ও নিয়োগের সিদ্ধান্ত নিত, এখন তা পরামর্শের ভিত্তিতে করা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ সংক্রান্ত তিনটি কমিটি গঠনের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির আগে এসব কমিটির পরামর্শ নিতে হবে। এত দিন স্ব স্ব মন্ত্রণালয় কর্মকর্তাদের বদলি ও নিয়োগের সিদ্ধান্ত নিতো। 

১. জনপ্রশাসন বিষয়ক কমিটি: 
 
এই কমিটি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিবসহ তদূর্ধ্ব কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাবিষয়ক পরামর্শ দেবে। কমিটির সভাপতি হলেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। কমিটির অন্য সদস্যরা হলেন:  
- বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান 
- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান  
- মন্ত্রিপরিষদ সচিব  
- জনপ্রশাসন সচিব  
- সদস্যসচিব: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম

২. আইনশৃঙ্খলাবিষয়ক কমিটি:  

এ কমিটি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে। কমিটির সভাপতি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:  
- আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল  
- স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  
- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী  
- স্বরাষ্ট্রসচিব  
- পুলিশের মহাপরিদর্শক  
- সদস্যসচিব: নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

৩. পররাষ্ট্রবিষয়ক কমিটি:  

এই কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাবিষয়ক পরামর্শ দেবে। কমিটির সভাপতি হলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। অন্যান্য সদস্যরা হলেন:  
- শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান 
- প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান  
- পররাষ্ট্রসচিব  
- সদস্যসচিব: প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা মো. মাহফুজ আলম

এ কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহায়তায় কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও শৃঙ্খলাবিষয়ক সঠিক পরামর্শ প্রদান করবে।

সবার দেশ/কেএম