Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫, ১০ জানুয়ারি ২০২৫

ওসি শাহ আলমকে টাকার বিনিময়ে ছাড়া হয়েছে দাবি সমন্বয়ক হান্নানের

খুনিরাই খুনিকে সহযোগিতা করেছে

খুনিরাই খুনিকে সহযোগিতা করেছে
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি শাহ আলমকে একটি চিহ্নিত খুনি হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছেন যে, তার পালিয়ে যাওয়ার পেছনে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন যে, কত টাকার বিনিময়ে শাহ আলমকে ছেড়ে দেয়া হয়েছে। 

হান্নান মাসউদ আরো বলেন, যাদের সহযোগিতায় শাহ আলম পালিয়েছেন, তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। তিনি অভিযোগ করেন, পুলিশে সংস্কারের পরিবর্তে পুরনো অপকর্ম চলছে, যার ফলে ছাত্র আন্দোলন এবং জনগণের মধ্যে অবিশ্বাস তৈরি হচ্ছে। তিনি পুলিশের চাঁদাবাজি এবং ঘুষ বাণিজ্য প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন। 

এছাড়া, হান্নান মাসউদ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন । তারা দ্রুত শাহ আলমের গ্রেফতার ও যারা তাকে পালাতে সাহায্য করেছেন, তাদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। তবে ২৪ ঘণ্টা পরেও কোনো গ্রেফতার হয়নি, তা নিয়ে তিনি আরও উদ্বেগ প্রকাশ করেন। 

এ ঘটনার প্রেক্ষিতে, তিনি বলেন, এখন শত্রু আর বাইরে নয়, ভেতরেই রয়েছে। তিনি খুনিদের মুখোশ উম্মোচন করতে চান এবং ছাত্র জনতার প্রতিনিধিদের সম্মান দিয়ে রাজনীতি করার আহ্বান জানান। 

শাহ আলমকে বুধবার (৮ জানুয়ারি) কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তিনি থানা থেকে পালিয়ে যান। এ ঘটনায় থানার একজন সহকারী উপপরিদর্শককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সবার দেশ/কেএম