সাগর-রুনি হত্যা মামলা
ইকবাল সোবহান চৌধুরীকে টাস্কফোর্সের জিজ্ঞাসাবাদ
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর বক্তব্য গ্রহণ করেছে বিশেষ টাস্কফোর্স। সোমবার (১৩ জানুয়ারি) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কার্যালয়ে টাস্কফোর্সের সদস্যরা দুই থেকে আড়াই ঘণ্টা ধরে তার বক্তব্য নেন।
এ তদন্তে সাগর-রুনি হত্যা মামলার তদন্তে গঠিত টাস্কফোর্সের চেয়ারম্যান ও পিবিআই প্রধান মো. মোস্তফা কামাল জানান, ইকবাল সোবহান চৌধুরী হত্যাকাণ্ডের পর অনেক বক্তব্য দিয়েছেন, যার ভিত্তিতে তার কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়েছিল। ভবিষ্যতে হত্যাকাণ্ডের তদন্তে আরও ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে, গত বছরের ৩০ ডিসেম্বর এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাগর-রুনি দম্পতিকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাদের হত্যা মামলাটি প্রথমে শেরেবাংলা নগর থানার পুলিশ তদন্ত শুরু করলেও পরে ডিবি এবং পরবর্তীতে র্যাবের মাধ্যমে তদন্ত পরিচালিত হয়। গত বছর ৪ নভেম্বর পিবিআই মামলাটির তদন্তের দায়িত্ব নেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ২৩ অক্টোবর সাগর-রুনি হত্যা মামলার তদন্তে একটি চার সদস্যের টাস্কফোর্স গঠন করে, যাদেরকে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে হাইকোর্টে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সবার দেশ/কেএম