Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ১৪ জানুয়ারি ২০২৫

ইউনিফর্ম এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

বদলে যাচ্ছে পুলিশের লোগো

বদলে যাচ্ছে পুলিশের লোগো
ছবি: সংগৃহীত

পুলিশের  লোগো পরিবর্তনের প্রক্রিয়া অনেকটা এগিয়েছে। নতুন লোগো নির্ধারণ করা হয়েছে। এছাড়া পুলিশের নির্ধারিত নতুন লোগো পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। তা এখন অনুমোদনের অপেক্ষায় আছে।  

পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে, পুলিশের নতুন পোশাকের জন্য রং নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে পুলিশের পোশাকের রং চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে ইউনিফর্মে হালকা ধূসর (লাইট গ্রে) অথবা হালকা নীল রং (লাইট ব্লু) নির্ধারণের সম্ভাবনা বেশি। আরও দুই একটি রয়েছে। তবে তা চূড়ান্ত হলেই বলা যাবে।

পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২০০৯ সালে এ মনোগ্রামে পরিবর্তন করা হয়, যেটি বর্তমানে আছে সেটিতে রয়েছে, পালবাঁধা নৌকার দুই পাশে গম ও ধানের শীষের মালা। পালের ওপরে একটি শাপলা। আর নৌকার নিচে বাংলায় পুলিশ লেখা। 

সূত্র জানায়, মন্ত্রণালয়ে পাঠানো পরিবর্তিত লোগোতে থাকছে, শাপলার দুই পাশে গম ও ধানের শীষের মালা। ওপরে থাকবে তিনটি পাটপাতা। আর ধান ও গমের শীষের নিচে বাংলায় পুলিশ লেখা থাকবে।

তবে জানা যায়, নতুন  লোগো এখনও অনুমোদন পায়নি। এ ছাড়া পুলিশের পোশাকের রঙ নিয়ে এখনও কাজ চলছে। নির্ধারণ করা হয়নি পোশাকের রং। আগামী সপ্তাহে রং নির্ধারণ করে তা মন্ত্রণালয় পাঠানো হবে।

রং চূড়ান্ত হয়ে যাওয়ার পর সে অনুযায়ী পোশাক বা ইউনিফর্ম তৈরি হবে। তৈরির পর তা পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানানসই কি না তা পরীক্ষা করা দেখা হবে। সেসঙ্গে কাপড়ের মানও দেখা হবে। নতুন ইউনিফর্মের রং বাহিনীর জন্য উপযুক্ত কি না এবং সদস্যরা তা পরে স্বস্তি বোধ করছেন কি না, এসব বিষয় বিবেচনা করেই কাজ এগিয়ে চলছে। 

এদিকে পুলিশ অধিদপ্তরের এক স্মারকে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ মনোগ্রাম উপযুক্তভাবে সংশোধনে বাজেটে অতিরিক্ত কোনো অর্থের প্রয়োজন হবে না। পুলিশের প্রস্তাবিত  লোগোর একটি ছবি (পতাকা-ক), নমুনা (পতাকা-খ) এবং খসড়া প্রজ্ঞাপন (পতাকা-গ) পাঠানো হয়েছে।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে তিন দিন দেশে সরকার না থাকার নজিরবিহীন ঘটনা ঘটে। ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 

১১ আগস্ট পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠকে তাদের ১১ দফা দাবি মেনে নেয়ার ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সে বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও মনোগ্রামে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়।

এরপর ১২ আগস্ট পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। আর কমিটির সদস্যসচিব করা হয় মো. নুরুজ্জামানকে।  

মোহাম্মদ আতাউল কিবরিয়া সংবাদমাধ্যমকে বলেন, লোগো বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: