সীমান্তে এখন উত্তেজনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে এখন কোনও উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে সভা হবে। ভারতের সঙ্গে কিছু অসম চুক্তি করা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে।’
ময়মনসিংহ নগরীর সিটি করপোরেশন শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা শেষে এসব কথা বলেন তিনি।
পুলিশের ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, পুলিশের তদন্ত পুলিশে করবে। এটা অন্য কোনও সংস্থার করার সুযোগ নেই। ট্রাইব্যুনালের তদন্তও পুলিশ বাহিনীর লোকজন করছে। আগের মতো পুলিশ যেন উৎসাহ-উদ্দীপনা এবং তাদের কর্মদক্ষতা ফিরে পায়।
কৃষকদের ন্যায্য মূল্যে সার দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কৃষি উপদেষ্টা বলেন, এখন সারের কোনো সংকট নেই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্ট করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আর যেসব ডিলার এর সঙ্গে জড়িত হবে আগামী মাস থেকে তাদের ডিলারশিপ থাকবে না। কোনো অবস্থাতেই তাদের ছাড় দেয়া হবে না।
সাংবাদিকদের ধন্যবান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি মিডিয়াগুলো অনেক সময় উল্টাপাল্টা অনেক খবর প্রচার করতো। কিন্তু আমাদের সাংবাদিকরা সত্য প্রকাশ করায় এখন বিদেশি মিডিয়া আর আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতে পারে না।
মতবিনিময়সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমানসহ বিভাগের চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, কৃষি বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম