Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ২৩ জানুয়ারি ২০২৫

আইএসআই প্রধানের ঢাকা সফর নিয়ে আনন্দবাজারের ভুয়া রিপোর্ট 

আইএসআই প্রধানের ঢাকা সফর নিয়ে আনন্দবাজারের ভুয়া রিপোর্ট 
ছবি: সংগৃহীত

‘আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের ঢাকা সফর’ নিয়ে আনন্দবাজার, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় গণমাধ্যমগুলোর করা রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। গণমাধ্যমের পক্ষ থেকে বাংলাদেশস্থ পাকিস্তানী হাইকমিশনের উচ্চপর্যায়ে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে রিপোর্টটি ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে।

আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ৬ জন সেনাকর্তার একটি প্রতিনিধি দল কোনও ঘোষণা ছাড়াই ৬ দিনের পাকিস্তান সফর শেষে শনিবার (১৮ জানুয়ারি) ঢাকায় ফিরেছে। পাল্টা জবাবি সফরে পাকিস্তানের চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছে বলে সূত্রের খবর। 

দু’দেশের সরকারি মাধ্যমে এ সফর নিয়ে একটিও কথা নেই। তবে এ সফরের খবর পৌঁছনোর পরে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলেছে দু’টি বিষয়। প্রথমটি সফর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষার চেষ্টা। দ্বিতীয়টি পাক প্রতিনিধি দলের নেতা হিসেবে আসা সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের পরিচয়, গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান তিনি। দলে আইএসআই-এর আরও এক উচ্চপদস্থ কর্তাও রয়েছেন বলে সূত্রের খবর।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সামরিক বাহিনীর প্রতিনিধি দলটি আরব আমিরশাহির একটি বিমানে (নম্বর ইকে৫৮৬) দুবাই থেকে মঙ্গলবার সন্ধ্যা ৫টার কিছুটা পরে ঢাকা বিমানবন্দরে নামেন বলে সূত্রের খবর। আইএসআই-এর ডিরেক্টর জেনারেলের নেতৃত্বে দলটিকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর এক উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার মেহদি। 

সূত্রের খবর, পাকিস্তানি প্রতিনিধি দলে মালিক ছাড়া রয়েছেন আইএসআই-এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস (ডিজি এ) মেজর জেনারেল শহিদ আমির আফসার। এ ছাড়া রয়েছেন মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজি-র কর্তা মুহাম্মদ উসমান লতিফ। বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত পাঁচতারা হোটেল র‌্যাডিসন ব্লু-তে থাকার ব্যবস্থা হয়েছে পাকিস্তানি দলটির। বাংলাদেশের সেনাকর্তাদের সঙ্গে আলোচনা ছাড়া গাজীপুরে সমরাস্ত্র কারখানা পরিদর্শন এদের সফরসূচিতে রয়েছে বলে খবর।

প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানি বাহিনীর এ সফর নিয়ে বাংলাদেশ সেনাদের জনসংযোগ বিভাগ আইএসপিআর-এর কোনও ঘোষণা নেই। যেমন ছিল না বাংলাদেশের সেনাকর্তাদের পাকিস্তান সফর নিয়েও।

এ বিষয়ে দৈনিক গণমাধ্যমের পক্ষ থেকে বাংলাদেশস্থ পাকিস্তানী হাইকমিশনের উচ্চপদস্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের ঢাকা সফর’ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর করা রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা। এটা ভারতীয় গণমাধ্যমগুলোর মোদিবাদী প্রপাগান্ডার অংশ।

সবার দেশ/কেএম