Header Advertisement

Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩১, ৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:৩৩, ৬ এপ্রিল ২০২৫

জমি নিয়ে সংঘর্ষে খতিবসহ নিহত ৩

জমি নিয়ে সংঘর্ষে খতিবসহ নিহত ৩
নিহত কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৪৫)। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। 

নিহতদের মধ্যে রয়েছেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৪৫), তার চাচাতো ভাই আব্দুল মান্নান (৪৮) এবং বোন শাহিনা বেগম (৪০)।

রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কুতুপালং বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি জমির সীমানা নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিলো। রোববার সকালে সে বিরোধ নতুন করে চরমে পৌঁছে। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে শুরু হয় হাতাহাতি ও মারধর। পরে দেশীয় অস্ত্র ব্যবহারে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় এ ঘটনা। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন।

নিহতদের পরিচয় ও রাজনৈতিক সংযোগ

নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ছিলেন। একই সঙ্গে তিনি রাজাপালং ইউনিয়ন জামায়াতে ইসলামী ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ বলছে, তদন্ত চলছে

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

স্থানীয়দের প্রতিক্রিয়া

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আপন ভাইদের মধ্যে দেয়াল ও জমির সীমানা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। আজ সে বিরোধের জেরে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো। নিহতরা সবাই একে অপরের আত্মীয়। এমন ঘটনা আমাদের পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সবার দেশ/কেএম