Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৮, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ০০:০৯, ১৭ মার্চ ২০২৫

মেসিডোনিয়ার নৈশক্লাবে আগুন, নিহত ৫৯

মেসিডোনিয়ার নৈশক্লাবে আগুন, নিহত ৫৯
ছবি: সংগৃহীত

নর্থ মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫৯ জন নিহত এবং ১৫৫ জনেরও বেশি আহত হয়েছেন। 

স্থানীয় সময় শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের স্মরণে দেশটির সরকার সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জনপ্রিয় হিপ-হপ ব্যান্ড ডিএনকে-এর কনসার্ট চলাকালীন ক্লাবটিতে প্রায় দেড় হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইরোকাইনেটিক ডিভাইস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ বিশেষ ধরনের যন্ত্র আগুনের স্ফুলিঙ্গ তৈরি ও ছড়িয়ে দিতে সক্ষম, যা বিভিন্ন কনসার্ট ও অনুষ্ঠানে দর্শকদের আকর্ষণের জন্য ব্যবহৃত হয়।

নর্থ মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী হৃসতিজান মিকোস্কি ঘটনাটিকে ‘দেশের জন্য কঠিন ও অত্যন্ত দুঃখের দিন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ মর্মান্তিক ঘটনায় আমরা অনেক তরুণ প্রাণ হারিয়েছি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স তোসকোভস্কি জানান, এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং ক্লাবের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ব্যান্ড দলটি মঞ্চে গান পরিবেশন করার সময় হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। বিবিসির হাতে আসা ফুটেজ অনুযায়ী, ক্লাবের ছাদে আগুন জ্বলতে থাকলেও দর্শকরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন এবং অনেকেই তখনো ক্লাবে অবস্থান করছিলেন।

কোচানি হাসপাতালের পরিচালক জানিয়েছেন, অনেক আহত ব্যক্তির কাছে পরিচয়পত্র না থাকায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে নিহতদের বেশিরভাগের বয়স ১৪ থেকে ২৪ বছরের মধ্যে বলে নিশ্চিত করেছেন তিনি।

২০ বছর বয়সী মারজিয়া তাসেভা স্থানীয় ফাইভ টিভি চ্যানেলকে বলেন, আগুন লাগার পর সবাই আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে। বের হওয়ার সময় আমি মাটিতে পড়ে যাই এবং পদদলিত হই। ভাগ্যক্রমে, শেষ পর্যন্ত বের হতে পেরেছি।

তবে তার ২৫ বছর বয়সী বোন এখনো নিখোঁজ। সম্ভাব্য সব হাসপাতালে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গুরুতর আহতদের অনেককে রাজধানী স্কোপজের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নর্থ মেসিডোনিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানায়, উদ্ধারকর্মীরা সারারাত উদ্ধার তৎপরতা চালিয়ে গেছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সরকারের পক্ষ থেকে নৈশক্লাবের নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নি-নির্বাপণ নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: