ভদ্র ব্যবহার সমাজ পরিবর্তনের হাতিয়ার

ইংরেজিতে একটা কথা আছে- ‘Courtesy cost nothing’। দৈনন্দিন জীবনে আমাদের অনেক মানুষের সাথেই মেলামেশা করতে হয়। তাদের মধ্যে অনেকের ব্যবহার অত্যন্ত সুমধুর এবং পথ চলতে গিয়ে কারও কারও ব্যবহার কখনও কখনও চরম বিরক্তির কারণ ঘটায়। কিন্তু দিনশেষে যা মনে থাকে, তা হলো ব্যক্তি বিশেষের ব্যবহার, সে আমার সাথে কেমন আচরণ করলো?
বর্তমানে আমাদের সমাজে কিছু মানুষ আছে আইন সংস্কারে ব্যস্ত, আরেকদিকে কিছু মানুষ বা দল আছে তারা চায় যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবার জন্য। সাধারণ জনতা গভীরভাবে এ সকল কিছু খেয়াল করছে তা ভুলে গেলে চলবে না রাজনীতিবিদ বা যারা দল করেন তাদের। জনতা কিন্তু মানুষকে কি করে তার ব্যবহার কেমন সেগুলো খুব খেয়াল করে। অতীতে সাধারন জনতা অনেক দলের দ্বারাই সুচিত হয়েছে আপনাদের শাসিত বলা যাবে না শোষিত হয়েছে। কেননা স্বাধীনতার ৫৪ বছর হয়ে যাচ্ছে আজও সাধারন জনতা শোষিত, নিষ্পেষিত নষ্ট রাজনীতির গ্যারাকলে। চলার পথে বাক্য প্রক্ষেপণে অনেক শিক্ষিত মানুষকে দেখা যায় খুব সুন্দর করে কথা বলতে, আবার কেউ কেউ তা পারেন না। এ যে যারা পারেন না, তাদেরকে সাধারণ মানুষ কিন্তু ঠিকই মনে রাখে, মনে রাখে এ ভেবে যে, এ খারাপ বাক্য ব্যবহারকারী লোক, যার কথাবার্তা এতো খারাপ, যিনি নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারেন না । তাহলে তিনি যদি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যান, তাহলে আমাদের কি অবস্থা হবে!
দৈনন্দিন চলার পথে বিশেষ করে অপরিচিত মানুষদের মাঝে যখন কোন লেনদেন, সামাজিক আদান-প্রদান হয়, তখন মানুষ কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা, আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিচয়ের চেয়েও বেশি তার কৃত ব্যবহার মূল্যায়ন করে থাকেন। কারণ তার শিক্ষা, তার সৌন্দর্য বা তার অর্থনৈতিক অবস্থা, কোনটাই আমাদের মনে ঠাঁই পাবে না, কিন্তু তার করা সুন্দর ব্যবহারটা শুধু আমাদের মনের মধ্যে রয়ে যাবে, তিনি কাছ থেকে চলে যাবার পরেও।
আরও পড়ুন<<>> জনআকাঙ্ক্ষা পূরণের উত্তম সময় সেবামূলক প্রতিষ্ঠানের
সুন্দর ভালো ব্যবহারের মাধ্যমে সমাজ পরিবর্তিত হতে পারে। ধরুন, এমন একটি পরিবেশ যেখানে মানুষজনের ব্যবহার সুন্দর নয়, সব সময় ঝগড়াঝাঁটি, ফ্যাসাদ যেখানে লেগে থাকে, এখানে কি আপনি যেতে বা মেলামেশা করতে পছন্দ করবেন, নিশ্চয়ই না।
আইন সংশোধন বা সংস্থার, সংবিধান পরিবর্তন বা পরিবর্তন, যোজন, বিয়োজন যাই করিনা কেন সবার আগে প্রয়োজন ব্যক্তির নিজের সংস্কার। ব্যক্তি সংস্কারের প্রথম ধাপেই চলে আসে ব্যক্তির কথাবার্তা কেমন বা তার ব্যবহার কেমন সেটি। তাই সবার প্রতি উদাত্ত আহ্বান রইল- আসুন, ছোট-বড়, ধনী-গরীব, আমির-ফকির, ক্ষমতাবান বা ক্ষমতাহীন, সবার সাথেই ভালো ব্যবহার করি, ভালো ব্যবহার করতে পয়সা লাগে না।
আসুন, মানুষের সাথে কথা বলার সময় মুচকি হেসে কথা বলি যেন মানুষের হৃদয়ে ঠাঁই হয় । এরকম ব্যবহারে আমাদের সমাজ হয়ে উঠবে অনেক অনেক বেশি সহনীয়, সুন্দর।
লেখক:
এম এম এ শাহজাহান, প্রকৌশলী
মার্কেটিং অ্যাডভাইজার, ফাইন গ্রুপ।