Header Advertisement

Sobar Desh | সবার দেশ কামাল উদ্দিন সরকার


প্রকাশিত: ০২:০৬, ৮ জানুয়ারি ২০২৫

জাস্টিন ট্রুডো - প্রিয় মানুষটির পদত্যাগ!

জাস্টিন ট্রুডো - প্রিয় মানুষটির পদত্যাগ!
ছবি: সবার দেশ

খুব মনে পরে কনজারভেটিভ থেকে বারবার প্রধানমন্ত্রী হচ্ছিলেন স্টিফেন হারপার। কানাডিয়ান হওয়ার অনেক আগে থেকেই লিবারেল পলিসি আমার কাছে খুব ভালো লাগতো। ২০০৬ সালে লিবারেল থেকে প্রধানমন্ত্রী মিঃ মার্টিনের পরাজয়ের পর কনজারভেটিভ থেকে প্রধানমন্ত্রী হন স্টিফেন হারপার। 

শুরু হয় লিবারেল পার্টির ভোগান্তি। স্টিফেন ডিওন, মাইকেল ইগনেটিফ, বব রে এর মত বাঘা বাঘা নেতারা বিভিন্ন কায়দা কানুনে পার্টি লিডার নির্বাচিত হয়ে ফেডারেলে বার বার ভরাডুবির কবলে ফেলছিল ম্যাপল লিফযুক্ত লাল পতাকার লিবারেল পার্টি অব ক্যানাডা। অবশেষে ২০১৩ সালের এপ্রিলে পার্টি লিডার নির্বাচিত হন ব্রিটিশ কলম্বিয়ার সার্টিফাইড সাপ্লাই টিচার জাস্টিন ট্রুডো। 

দেশ সেরা ম্যাকগিল বিশবিদ্যালয় থেকে সাহিত্যে ব্যাচেলর ডিগ্রি শেষে বিএড করতে চলে গিয়েছিলেন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া। সেখানেই চাকুরীতে যোগদান করেন তিনি।  ভ্যাঙ্কুভারের  কিলারনি সেকেন্ডারী পাবলিক স্কুল এবং ওয়েস্ট পয়েন্ট গ্রে স্কুলে (প্রাইভেট) গণিত ও ফ্রেঞ্চ পড়াতেন জাস্টিন ট্রুডো। বাবা পিয়েরে ট্রুডো  ১৯৬৮ থেকে ১৯৮৪ পর্যন্ত প্রায় ১৬ বছর ক্যানাডার সফল প্রধানমন্ত্রী ছিলেন।

কানাডার সার্টিফাইড শিক্ষকগণ তাদের পেশাগত কারণে শিক্ষার্থী, অভিভাবক ও কম্যুনিটির সেবায় নিজেকে ভিন্ন মাত্রায় তৈরী করতে হয়। বাবার রাজনীতির হাতে কলম, পরিচিতি, নিজস্ব বুদ্ধিমত্তা, পরিশ্রম ও পেশাগত আচরণের কারণে সফল হন জাস্টিন ট্রুডো। 

২০১৫ সালের অক্টোবরে ফেডারেল নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে এককভাবে সরকার গঠন করেন জাস্টিন। মন্ট্রিয়লের প্যাপিনু আসনে ২০০৮, ২০১১, ২০১৫, ২০১৯ ও ২০২১ পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্ব দরবারে ক্যানাডার নেতৃত্ব, অংশগ্রহণ ও  গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শিশু, বৃদ্ধ, মা ও নিম্ন আয়ের মানুষের জীবন সহজ করতে অনেকগুলো আর্থিক ব্যবস্থা তৈরী করেছেন মিষ্টিভাষী সদালাপী এই প্রধানমন্ত্রী। 

 কোভিড পরবর্তী সময়টা খুব একটা ভাল যাচ্ছিল না জাস্টিন ট্রুডোর। সংসদে ও বাইরে বিরোধী দল, মত ও সমালোচনাকে চমৎকারভাবে সুরাহা করেছেন। কোভিডকালে আর্থিক স্থবিরতা, মূল্যস্ফীতি ও ইউক্রেন যুদ্ধে অর্থ ব্যয় ট্রুডোকে অনেক সমালোচনার মুখোমুখি করে। একটি ব্যক্তিগত ও মানসিক অসুখের কারণে স্ত্রী সফি তার থেকে সেপারেশনে চলে যাওয়া, তিন সন্তানকে নিয়মিত প্যারেন্টিং করা, দলীয় কিছু এমপি ও মন্ত্রীকে  অনাকাঙ্খিত কর্মের জন্য সাসপেন্ড করা, সংখ্যালঘু সরকারের প্রধান হয়ে আস্থা ভোটে টিকে থাকা ছিল তার জন্য বড় চ্যালেন্জিং কাজ। 

সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের অস্বাভাবিক শুল্ক ধার্যের হুমকিতে পুরো জাতিকে ইউনাইটেড করেও সফল ছিলেন জাস্টিন ট্রুডো। এনডিপির সমর্থন প্রত্যাহারের হুমকি ও নিজ দলের মধ্যে শৃঙ্খলা ভেঙে পড়ায় আজ জাস্টিন ট্রুডো পার্টি লিডার ও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

দীর্ঘদিন ধরে লিবারেল পার্টিতে মাসিক চাদা দিয়ে এসেছি শুধু সুন্দর নেতৃত্ব ও শাসনকে সমর্থন করি বলে। কানাডার সব দল, মত, ধর্ম, বর্ণ ও জাতির প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল দলের নাম লিবারেল পার্টি। বার বার ইমেইল পেয়েও পার্টির কোন পদে যাওয়ার চেষ্টা করিনি। শুধু চেয়েছি একজন ভাল মানুষ দল ও দেশ পরিচালনা করুক। 

তবে খুব শিগগির যে লিবারেলকে আবার ক্ষমতায় দেখা যাবে এমনটি হয়ত সম্ভব নাও হতে পারে। আরেকজন জাস্টিন ট্রুডো তৈরী হতে সময় লাগবে। ভালো থেকো জাস্টিন।

লেখক: 
এডুকেশান স্পেশালিস্ট
টরোন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, কানাডা।

সম্পর্কিত বিষয়: