ছবিতে বড়দিনের প্রস্তুতি
২৫ ডিসেম্বর বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। যিশু খ্রিস্টের জন্মদিন। এ উপলক্ষে সারা দেশের গির্জাগুলো সজ্জিত হয়েছে বর্ণিল আলো, ফুল, আর নানা রঙের কাপড়ে। সেই সৌন্দর্য যেন সবার হৃদয় ছুঁয়ে যায়। রাজধানীর কাকরাইল গির্জা থেকে ছবিগুলো নেয়া।
২৫ ডিসেম্বর, খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। ঢাকার কাকরাইল গির্জা সাজানো হয়েছে রঙিন আলো, ফুল আর কাপড়ে। এ উৎসবের আনন্দ সবার মনে ছড়িয়ে পড়ুক।
বড়দিনের আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে কাকরাইল গির্জা।
সবার দেশ/এওয়াই