Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

কোটি চোখ আজ মানিক মিয়া এভিনিউয়ের দিকে!

কোটি চোখ আজ মানিক মিয়া এভিনিউয়ের দিকে!
ছবি: সবার দেশ

২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার। আজকের দিনটি বিশেষভাবে আলোচিত। সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের দিকে। কারণ, বিকেল ৩টায় ঢাকা শহরের মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’।

তরুণদের দ্বারা গঠিত এ দলটি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে সামনে আসছে। নতুন দলের আত্মপ্রকাশের এ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ, এবং সেখানে এক বিশাল জমায়েতের পরিকল্পনা রয়েছে।

আজ সকাল থেকেই সাধারণ জনতা ও দলীয় নেতাকর্মীরা সড়কের পাশে জমায়েত হতে শুরু করেছে। অনুষ্ঠানটি আয়োজন করতে মঞ্চ তৈরি এবং নানা প্রস্তুতি চলছে দ্রুত গতিতে। মঞ্চের পাশে নির্মাণ করা হয়েছে ওয়াশরুম, বুথসহ অন্যান্য সুবিধা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশের ৬৪ জেলা থেকে আসবেন। এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দল, কূটনীতিক, ও বিশিষ্ট ব্যক্তিরা।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা। এছাড়া নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে। ছাত্রদের জন্য মেডিকেল টিম, পানি, ওয়াশরুম, এবং পুলিশ বুথের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্যও পৃথক ব্যবস্থা রাখা হয়েছে, এবং ভিআইপিদের জন্য বিশেষ সুবিধা থাকবে।

এটি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। কারণ, নতুন দলটি আত্মপ্রকাশের মাধ্যমে দেশের রাজনৈতিক দৃশ্যে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে চায়। দলটির আত্মপ্রকাশের প্রধান উদ্যোক্তা হিসেবে সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন কাজ করছেন। তারা দলটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফ্যাসিস্ট হাসিনার পতনে রাজপথের লড়াকু সৈনিকদের এ দল নিয়ে গণমানুষের আকাঙ্খা ও কৌতুহল অনেক।

নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া সম্মুখযোদ্ধাদের স্থান দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে।

দলটির নেতৃত্বের জন্য দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলমের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও, নাসির উদ্দিন পাটোয়ারী এবং হান্নান মাসুদকে সমন্বয়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। নতুন দলের নেতৃত্বে বিশেষ গুরুত্ব পাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, এবং অনেক আলোচিত নারী নেত্রীরা এ দলের অংশ হচ্ছেন।

এখন, দেশের রাজনৈতিক পরিবেশে এ নতুন দলের উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি ভবিষ্যতের রাজনীতি এবং দেশের জনগণের জন্য নতুন সুযোগের সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম