Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ২০ মার্চ ২০২৫

দেশে ফিরতে আইনি বাধা নেই

মামলামুক্ত হলেন তারেক রহমান

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ রায়ের ফলে তারেক রহমান এখন দেশে ফিরে সরাসরি রাজনীতিতে সক্রিয় হতে পারবেন। 

মামলামুক্ত হলেন তারেক রহমান
ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব বিচারিক মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। আজ (২০ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এক রায়ে তাকে বেকসুর খালাস দেন। এর ফলে তার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকলো না বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছিলো, যেখানে অভিযোগ ছিল ঘুষ লেনদেনের। তবে আদালত এ মামলায় তারেক রহমানসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় সবাইকে খালাস দেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ রায়ের ফলে তারেক রহমান এখন দেশে ফিরে সরাসরি রাজনীতিতে সক্রিয় হতে পারবেন। 

দীর্ঘদিন বিদেশে অবস্থান করলেও রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। খালাস পাওয়ার পর দলটির নেতাকর্মীরা তার দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

তবে, উচ্চ আদালতে কিছু মামলার আপিল প্রক্রিয়া এখনো চলমান রয়েছে, যা তার ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপে কোনো প্রভাব ফেলবে কি না, তা সময়ই বলে দেবে।

সবার দেশ/কেএম