Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ২১ মার্চ ২০২৫

তারেক রহমান আসছেন, বাড়ি সংস্কার চলছে

তারেক রহমান আসছেন, বাড়ি সংস্কার চলছে
ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। একইসঙ্গে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াও ঈদের পর দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

তারেক রহমানের ফেরার প্রস্তুতি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন।

জানা গেছে, ঢাকায় ফিরে বারিধারা ডিওএইচএসের একটি বাড়িতে উঠবেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান। বাড়িটি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন তার স্ত্রী ও বড় বোন শাহীনা জামান বিন্দু। এটি তারেক রহমানের শ্বশুর, সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের মালিকানাধীন ছিলো।

দীর্ঘদিন অব্যবহৃত থাকায় বাড়িটির বড় ধরনের সংস্কার কাজ চলছে। আধুনিক ডিজাইনে কিচেন, বাথরুমসহ বিভিন্ন অংশ নতুনভাবে নির্মাণ করা হচ্ছে।

গত ২০ মার্চ হাইকোর্ট থেকে সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। বিএনপির আইনজীবীদের মতে, এখন তার দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে আর কোনো বাধা নেই।

যুক্তরাজ্য বিএনপি নেতারা জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসার চেয়ে দেশের মাটিতে ফিরে আসার বিষয়েই বেশি আগ্রহী। ঈদের পর তিনি দেশে ফিরতে চান বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএন‌পির সভাপতি এম এ মালেক।

বিএনপির এ দুই শীর্ষ নেতার দেশে ফেরার খবর রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির অবস্থান ও কৌশল কী হবে, তা এখন সবার আলোচনার বিষয়।

সবার দেশ/কেএম