Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৮, ২১ মার্চ ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে, ফ্যাসিস্টদের পুনর্বাসন হবে: নাহিদ

আওয়ামী লীগ নিষিদ্ধের জোর দাবি এনসিপির

আওয়ামী লীগ রাজনীতি করার যোগ্যতা হারিয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন ছাড়া তারা রাজনীতি করতে পারে না। বিচার চলাকালীন দলের নিবন্ধন বাতিল করতে হবে।

আওয়ামী লীগ নিষিদ্ধের জোর দাবি এনসিপির
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে, ফ্যাসিস্টদের পুনর্বাসন হবে, এমন বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম । শুক্রবার (২১ মার্চ) বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, অভ্যুত্থানের সাত মাস পার হয়ে গেছে, কিন্তু গণহত্যাকারী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

তিনি আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উল্লেখ আছে, গত জুলাই মাসে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। অথচ প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই। আমরা এ বক্তব্যের নিন্দা জানাই।

আওয়ামী লীগ রাজনীতি করার যোগ্যতা হারিয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন ছাড়া তারা রাজনীতি করতে পারে না। বিচার চলাকালীন দলের নিবন্ধন বাতিল করতে হবে।

দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, অথচ ভারত সরকার তাকে ফিরিয়ে দিতে তো দূরের কথা, বরং আওয়ামী লীগের ভেরিফাইড পেজে বক্তব্য প্রচারের সুযোগ দিয়েছে। এটি আমাদের জন্য উদ্বেগজনক।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিপির এ বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দলও সোচ্চার হয়েছে। এখন দেখার বিষয়, সরকার বা আন্তর্জাতিক মহল এ দাবির বিষয়ে কী প্রতিক্রিয়া জানায়।

সবার দেশ/কেএম