Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ২২ মার্চ ২০২৫

আ’লীগের গাড়ি খারাপ না, নিষিদ্ধের পক্ষে নই: গোলাম কাদের

আ’লীগের গাড়ি খারাপ না, নিষিদ্ধের পক্ষে নই: গোলাম কাদের
ছবি: সংগৃহীত

ভারতে পলাতক লুটেরা হাসিনার অন্যতম সহযোগী জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তার দল আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় নিজ বাসভবন "দ্য স্কাই ভিউ"-তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ একটি দল, যারা দলের ভেতরে বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ না।

নির্বাচনে ফ্যাসিবাদী পায়তারা চলছে এমন অভিযোগ তুলে জিএম কাদের বলেন, শেখ হাসিনার আমলের মতো বিশাল জনগোষ্ঠীকে বাইরে রেখে আবারও ফ্যাসিবাদী কায়দায় নির্বাচনের পায়তারা চলছে। এটি কখনও গ্রহণযোগ্য হবে না এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করবে।

গোলাম কাদের আরও বলেন,সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলায় আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেয়া হয়েছে। তারা পারছে না, তাই অন্য কাউকে দায়িত্ব দিতে হবে।

তার মুখ বন্ধ করতে মামলা দেওয়া হয়েছে ইল্লেখ করে গোলাম কাদের বলেন, ২০১৪ সালে শেখ হাসিনা আমার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ খুঁজতে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে লেলিয়ে দিয়েছিলো, কিন্তু কিছুই পায়নি। অথচ এখন বলছে, আমি মনোনয়ন ও পদ দিয়ে কয়েক হাজার টাকা নিয়েছি – এটাকেই দুর্নীতি বানানো হয়েছে।

তিনি আরও যোগ করেন, শেখ হাসিনা যেভাবে আমাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে, সে একই ধরনের নব্য ফ্যাসিবাদ এখন শুরু হয়েছে।

পুলিশ বাহিনীর মনোবল ধ্বংস করার অভিযোগ তুলে তিনি বলেন, এখন নতুন করে সেনাবাহিনীর মনোবল নষ্ট করার পায়তারা চলছে, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনীতির আগে দেশের সার্বিক নিরাপত্তা রক্ষা করতে হবে।

জিএম কাদেরের এ বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হলো যে, জাতীয় পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে একমত নয়। তবে তারা বর্তমান সরকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সবার দেশ/কেএম