সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে
ফ্যাসিবাদ প্রশ্নে আপস নয়: তারেক রহমান
তারেক রহমান বলেন, বর্তমান ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই শুধু বিএনপির একার নয়, এটা গণতন্ত্রকামী সব মানুষের লড়াই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে মতপার্থক্য থাকলেও গণতন্ত্র ও জনগণের স্বার্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে কোনো আপস করা যাবে না। শনিবার (২২ মার্চ) ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে তিনি যুক্ত হয়ে ভার্চুয়ালি এ বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, স্বৈরাচারবিরোধী দলগুলোর সঙ্গে মিলে বিএনপি জনগণের সামনে ৩১ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছিলো। আমাদের লক্ষ্য ছিলো দেশ ও জনগণের মুক্তি। আজও সে লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। মানুষ চায়, বাংলাদেশ যেন বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ায়।
তিনি বলেন, যে ঐক্য স্বৈরাচারকে বিদায় করেছিলো, সে ঐক্য ধরে রাখতে হবে।
তারেক রহমান সমালোচনা করে বলেন, দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। অথচ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কোনো কিছু চূড়ান্তভাবে শেষ হয়ে গেলে তা সংস্কার হতে পারে না।
তিনি আরও বলেন, আমাদের মধ্যে মত-পার্থক্য থাকতেই পারে, তবে আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব। আমাদের সবাইকে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হবে, যা ফ্যাসিবাদকে শক্তিশালী হতে সাহায্য করে।
তারেক রহমান বলেন, বর্তমান ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই শুধু বিএনপির একার নয়, এটা গণতন্ত্রকামী সব মানুষের লড়াই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
সবার দেশ/কেএম