বিএনপি রাজপথে নামবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, দেশের জনগণের স্বার্থে কোনো ধরনের আঘাত এলে প্রয়োজনে বিএনপি মাঠে নামবে।
শনিবার, ২৯ মার্চ, রাজধানীর বেরাইদ এলাকার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, দেশের মধ্যে দেশি ও বিদেশি ষড়যন্ত্র চলছে, এবং কোনো চক্রান্ত সফল হতে দেয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, যদি বিদেশ থেকে কেউ দেশের মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে, তাতে তারা কঠোর প্রতিরোধ করবে। তিনি আরও বলেন, বিএনপি দেশের স্বার্থে কাজ করছে এবং তাদের লক্ষ্য দেশের উন্নতি।
ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বিএনপির লড়াইয়ের কথা তুলে ধরে ফখরুল বলেন, তাদের সংগ্রাম দেশকে সুখী ও সমৃদ্ধশালী করতে। তিনি দাবি করেন, বিএনপি নানা সংস্কার এবং পরিবর্তন এনেছে, যেমন একদলীয় শাসনব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
তিনি গত ১৭ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, এত নির্যাতন, মামলা, গুম, খুন সহ্য করেছে বিএনপি। তবে, তিনি আল্লাহর উপর বিশ্বাস রেখে বলেন যে, একদিন হাসিনাকে আল্লাহ গুম করে দিয়েছেন, ফলে দেশের মানুষ শান্তি পেয়েছে।
এছাড়া, দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে ফখরুল বলেন, সরকার যদি অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকে, তবে তা গ্রহণযোগ্য নয়।
সবার দেশ/কেএম