Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩, ২৯ মার্চ ২০২৫

গণঅভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা ছিলো অসাধারণ

হাসিনা আর এক বছর থাকলে আমাকে ঝুলিয়ে দিতো: বাবর

হাসিনা আর এক বছর থাকলে আমাকে ঝুলিয়ে দিতো: বাবর
ফাইল ছবি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ফ্যাসিস্ট সরকার যদি আরও এক বছর ক্ষমতায় থাকতো, তাহলে আমাকে ঝুলিয়ে দিতো। 

শুক্রবার (২৯ মার্চ) জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন । 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাবর অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনের এর বিরুদ্ধে ছাত্রদের ভূমিকা ছিলো গুরুত্বপূর্ণ। তবে তিনি জোর দিয়ে বলেন, এ সংগ্রামে কোনও একক কৃতিত্ব দেয়া সঠিক হবে না।

লুৎফুজ্জামান বাবর আরও বলেন, গণঅভ্যুত্থান যে দিক থেকে সফল হয়েছিলো, তার জন্য ছাত্রদের ভূমিকা অসাধারণ ছিল। তবে তিনি মনে করেন, এ সংগ্রামের মূল কৃতিত্ব এককভাবে কাউকে দেয়া উচিত নয়। তিনি ছাত্রদের ঐক্য এবং তাদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় তিনি গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। বাবর বলেন, এমন একটি সংগ্রামের পর আহতদের চিকিৎসা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা এ দায়িত্ব পালন করতে পিছপা হবো না। গণঅভ্যুত্থানের সময়ে ছাত্ররা প্রাণপণ সংগ্রামে অংশগ্রহণ করেছিলো যার ফলে তারা বড় ধরনের আঘাত পায়। আহতদের চিকিৎসার জন্য সরকার এবং সংশ্লিষ্ট পক্ষদের আরও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

লুৎফুজ্জামান বাবর তার ১৭ বছরের দীর্ঘ কারাবাসের কথা স্মরণ করে বলেন, এতো দীর্ঘ সময় কারাগারে কাটানোর পর, আমি কখনোই ভাবতে পারিনি যে, একদিন মুক্তি পাবো। তিনি আরও বলেন, কারাগারে থাকা অবস্থায় যা কিছু ঘটেছিলো তা কখনোই আমার কাছে কল্পনা করা সম্ভব ছিলো না। ২০২৫ সালের ১৬ জানুয়ারি তিনি কারাগার থেকে মুক্তি পান। এর আগে, ১৪ জানুয়ারি চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেয়ে তিনি মুক্ত হন।

লুৎফুজ্জামান বাবর চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় অন্যতম আসামি ছিলেন। এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয় তার, তবে তিনি ২০২৫ সালের জানুয়ারিতে উচ্চ আদালত থেকে খালাস পান। এ মামলায় মুক্তির পর তিনি বলেছিলেন, আইন আদালত তার পক্ষে রায় দিয়েছে এবং তিনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন বলে আশাবাদী।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: