Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ৩০ মার্চ ২০২৫

সারজিসের বিরুদ্ধে রাশেদের গুরুতর অভিযোগ

সারজিসের বিরুদ্ধে রাশেদের গুরুতর অভিযোগ
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খাঁন বলেন, ড. ইউনুসকে ক্ষমতালোভী হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন সারজিস আলম। তিনি দাবি করেন, সারজিস আলম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্ক সৃষ্টি করেছেন এবং এ ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিষ্কার বক্তব্য দেয়া উচিত। অন্যথায় জনগণ ধরে নেবে যে ড. ইউনুসকে জাতীয় নাগরিক কমিটির প্রধান করে ভবিষ্যতে তাকে স্টেটম্যান (রাষ্ট্রনায়ক) বানানোর পরিকল্পনা চলছে।

সারজিস আলমকে নিয়ে বিতর্কের অভিযোগ

রাশেদ খাঁন আরও বলেন, ড. ইউনুসকে মূলত বিতর্কিত করেছেন সারজিস আলম।

তিনি অভিযোগ করেন, সারজিস আলমের নিজেকে গরিব দাবি করা আর বর্তমান শোডাউনের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। কিছুদিন আগেও তিনি 'মানিব্যাগ খালি, ধার করে চলছি' বলে দাবি করেছিলেন, অথচ এখন তিনি শত শত মাইক্রোবাস নিয়ে শোডাউন দিচ্ছেন।

সারজিস আলমের বক্তব্য আওয়ামী লীগের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন রাশেদ

রাশেদ খাঁন আরও বলেন, সারজিস আলমের ফেসবুক পোস্টের বক্তব্য ও আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে মিল পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ অনেক আগে থেকেই ড. ইউনুসের বিরুদ্ধে ক্ষমতা দখলের ষড়যন্ত্রের অভিযোগ তুলে আসছে।

তিনি প্রশ্ন তোলেন, ড. ইউনুস কি নিরপেক্ষ অবস্থান ছেড়ে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যেতে চান?

তবে একইসঙ্গে রাশেদ বলেন, আমি বিশ্বাস করি, ড. ইউনুস এ ধরনের কাজ করবেন না। কারণ, তিনি যদি ক্ষমতা দখলের পথে হাঁটেন, তাহলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিতে পারে।

এ ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আনুষ্ঠানিক বক্তব্য দেয়া প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যথায় এ বিতর্ক আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবার দেশ/কেএম