আওয়ামী লীগ জনগণের কাছে নিষিদ্ধ: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের কাছে আওয়ামী লীগ ‘নিষিদ্ধ হয়ে গেছে’। এখন তাদের প্রাপ্য হচ্ছে বিচার।
সোমবার (৩১ মার্চ) ঈদের নামাজ শেষে রাজধানীতে গণ-অভ্যুত্থানের সময় নিহত কয়েকজনের পরিবারের সদস্যদের খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। জনগণের মনে তারা নিষিদ্ধ হয়েই গেছে। তারা যদি নিষিদ্ধ সংগঠন না হতো, তাহলে তাদের নেতা-কর্মীরা পালিয়ে বেড়াত না।
আন্দোলনে নিহতদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গণহত্যার বিচার হওয়া অপরিহার্য। এটি শুধু নিহতদের পরিবারেরই পাওনা নয়, বরং সমগ্র জাতির ন্যায্য অধিকার। বিচার হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায্য পাওনা। প্রকৃত বিচার আদালতে হবে, তবে দুনিয়ার বিচারও তাদের পেতে হবে।
এর আগে, বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজ আদায়ের পর মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঈদ হলেও বাংলাদেশের অনেক মানুষের ঘরে ঈদের আনন্দ নেই। অনেক মা আজও সন্তান হারানোর ব্যথায় কাঁদছেন। যারা জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হতেই হবে। এমন বিচার চাই, যা দেখে ভবিষ্যতে কেউ আর খুন ও গণহত্যার মতো ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।
ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, ঈদ আমাদের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও ন্যায়বিচারের বার্তা নিয়ে আসে। আমি জনগণের প্রতি আহ্বান জানাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করুন।
তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি আজ এমন এক অবস্থায় পৌঁছেছে, যেখানে মানুষের মৌলিক অধিকারও হরণ করা হচ্ছে। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে স্বৈরাচারী শক্তির পতন হবেই।
সবার দেশ/কেএম