Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩২, ১ এপ্রিল ২০২৫

খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় বিএনপি’র সঙ্গে

খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় বিএনপি’র সঙ্গে
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদুল ফিতর উপলক্ষে দলের সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তারা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্টজনদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

সোমবার (৩১ মার্চ) রাত ৯টায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন খালেদা জিয়া ও তারেক রহমান। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

এছাড়াও বিএনপির ভাইস-চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, এবং অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

শুভেচ্ছা বিনিময়ের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার বার্তা দেয়। আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকারের জন্য লড়াই করতে হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমাদের অব্যাহত রাখতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সর্বদা জনগণের পাশে থাকবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদুল ফিতর উপলক্ষে দলের সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তারা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্টজনদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

সভায় উপস্থিত বিএনপি নেতারা খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্যকে স্বাগত জানান এবং দলের চলমান আন্দোলন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এক সিনিয়র নেতা বলেন, চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী আমরা জনগণের পাশে থাকবো। দলকে আরও সংগঠিত করে গণতন্ত্রের পুনরুদ্ধার নিশ্চিত করবো।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। বর্তমানে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন। সেখান থেকেই তিনি দলের কার্যক্রমের সঙ্গে সংযুক্ত রয়েছেন এবং রাজনৈতিক দিকনির্দেশনা দিচ্ছেন।

ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিএনপির সিনিয়র নেতারা দলীয় ঐক্য আরও দৃঢ় করার অঙ্গীকার করেছেন। খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আগামী দিনে বিএনপির রাজনৈতিক পরিকল্পনা ও আন্দোলনের গতিপথ কেমন হবে, সেটি সময়ই বলে দেবে।

সবার দেশ/কেএম